ফুলতলা প্রতিনিধি : জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী বলেছেন, শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে দেশের কৃষকদের সার-বীজের নায্য দাবি আদায় হয়েছে। আজ সরকার নায্য মুল্যে, বিনা মুল্যে দেশের প্রকৃত কৃষকদের হাতে সার-বীজ পৌঁছে দিচ্ছে। তিনি আরও বলেন, কৃষক যাতে তার দ্রব্যের নায্য মূল্য পায় তার জন্য সরকার বিভিন্ন মৌসুমে কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ অভিযান পরিচালনা করে থাকে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগ তথা নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। সারা দেশে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শনিবার বিকেল ৫টায় ফুলতলা উপজেলা কৃষকলীগের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
উপজেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুর রহমান পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. মুজিবুর রহমান, রফিকুর রহমান রিপন, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, আশরাফুজ্জামান বাবুল, উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, এড. তারিক হাসান মিন্টু, মানিকুজ্জামান অশোক, খায়রুল আলম, আজগার বিশ্বাস তারা, এস মৃনাল হাজরা, আবু তাহের রিপন, আঃ মান্নান খান, শহীদুল্লাহ প্রিন্স, আশরাফুল আলম কচি, এস রবিন বসু, সৈয়দ তুরান, মোল্যা সিরাজুল ইসলাম প্রমুখ।