ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের জনগণের কল্যাণের কথা চিন্তা করেন। এ কারণে বর্তমান সরকার গ্রামের সাধারণ ও অসহায় মানুষের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভকালিন ভাতা, টিসিবির পণ্য, ভিজিডি কার্ড চালু এবং চিকিৎসা সহায়তা প্রদান করে যাচ্ছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে অসহায়-দুস্থ এবং অসুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামানের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএমএ সালাম, ধর্মবিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাসিবুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, জেলা আওয়ামীলীগের সদস্য বিলকিস আক্তার ধারা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবীন বসু, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, যুবলীগ নেতা এস কে আলী ইয়াছিন, ইউপি সদস্য আঃ সাত্তার মামুন, মোঃ কামরুজ্জামান প্রমুখ। এ সময় ১৫ জন অসহায় অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য ৭ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।