বর্তমান সরকার দেশকে ক্ষুধা ও দূর্ণীতিমুক্ত করে মেধাবীদের মূল্যায়নে কাজ করে যাচ্ছে … এমপি গ্লোরিয়া ঝর্ণা

প্রকাশঃ ২০১৯-১০-২৪ - ১৭:৩৯

দাকোপ প্রতিনিধি : বর্তমান সরকার দেশকে ক্ষুধা ও দূর্ণীতিমুক্ত করে মেধাবীদের মূল্যায়নে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আগামী প্রজন্মকে মেধাবী নীতি আদর্শবান যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার সকালে দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০১৯ সালের জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত এস এস সি ও এইচ এস সির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংরক্ষিত আসনের এমপি অ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এ কথা বলেন। বেসরকারী সংস্থা হীড বাংলাদেশের আয়োজনে প্রতিষ্ঠানের আওতাধীন কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গড়তে তোমাদের মেধার সর্বোচ্চ বিকাশ ঘটিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি হীডের ন্যায় বেসরকারী প্রতিষ্ঠান গুলোকে এগিয়ে আসতে হবে। হীড বাংলাদেশ’র নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, দাকোপ থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন, হীড বাংলাদেশ’র চেয়ারম্যান রেভাঃ রবিনসন মন্ডল, চালনা এম এম কলেজ অধ্যক্ষ অসীম কুমার থান্দার। আরো বক্তৃতা করেন হীড বাংলাদেশ’র প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম, দাকোপ প্রেসক্লাব সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, অভিবাবক প্রতিনিধি স্বপন কুমার সানা, শিক্ষার্থী অনুপ মন্ডল, পাপিয়া হালদার, হীডের এলাকা ব্যবস্থাপক পার্থ রায় চৌধুরী, বার্নাড রিপন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হীড বাংলাদেশ’র সমন্বয়কারী অদ্বৈত বিশ্বাস। অনুষ্ঠানে ২১ জন জিপিএ-৫ প্রাপ্তদের জনপ্রতি ৫ হাজার টাকা, ১২৭ জন জিপিএ-৪ প্রাপ্তদের জনপ্রতি ৪ হাজার টাকা করে মোট ৬ লাখ ১৩ হাজার টাকা এবং ক্রেস্ট প্রদান করেন।