ইমতিয়াজ উদ্দিন, কয়রা : আজ ১৪২৪ বঙ্গাব্দের বিদায়। রাত পোহালেই নতুন বছর। আগামী শনিবার পুরনো সব পিছনে ফেলে নতুন কেতন উড়িয়ে শুরু হবে আরেকটি বছর। আবহমানকালের বাঙালি ঐতিহ্যের বরণডালা সাজিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে বিপুল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কয়রা উপজেলা প্রশাসন । উপজেলা পরিষদে রীতিমতো সাজ সাজ রব। আজ রাতেই বোসছে চৈত্র সংক্রান্তির সাংস্কৃতিক সন্ধা। এছাড়া আগামিকাল সকাল থেকেই রয়েছে নানা কর্মসূচি। যার মধ্যে রয়েছে, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, পান্তা ভোজ, গ্রামীন খেলাধূলা, ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা, হাড়ি ভাঙা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। এবারের আয়োজনে নতুন মাত্রা যোগ করবে উপজেলা পরিষদ পুকুরে সাতরে হাঁস ধরার খেলা । এছাড়া উপজেলা প্রশাসন বনাম জন প্রতিনিধিদের মধ্যকার কাঁছি টানার প্রতিযোগিতার পতিযোগি বাছাই উতমধ্যে শুরু হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে তৈরী করা হচ্ছে পান্তা ভোজের প্যান্ডেল। বর্ষবরণ উৎসবকে রঙিন করতে উপজেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচিতে এবার যোগ হয়েছে আল্পনা অঙ্কন। যা এর আগে কখনো ছিল না। আল্পনার মাধ্যমে পহেলা বৈশাখের এবারের বর্ষবরণ উৎসব বিগত যে কোন বছরের চেয়ে রঙিন করে তুলবে বলে ধারণা করছেন আয়োজক কর্তৃপক্ষ। সব শেষে র্যাফেল-ড্র অনুষ্ঠানে থাকছে আকর্ষনীয় সব পুরুষ্কার। উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা বাঙ্গালীর এই প্রানের উৎসবে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বর্ষবরণ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা ও কর্মসুচিতে উপজেলার সকল সাধারন মানুষকে অংশগ্রহনের আহবান জানান।