শ্বশুরকে গরু বিক্রিতে বাধা দেয়ায় জেএসসি পরীক্ষার্থীসহ বিধবা গৃহবধুকে পিটিয়ে জখম

প্রকাশঃ ২০১৭-০৮-১২ - ২২:১২

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: শ্বশুরবাড়ির লোকজনের প্রহরে জেএসসি পরীক্ষার্থী কন্যাসহ বিধবা গৃহবধু রহিমা বেগম (৩২) গুরুতর জখম হলে তাদেরকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নির্মম এ ঘটনা ঘটে শুক্রবার দুপুর অভয়নগর প্রেমবাগ পালপাড়া এলাকায়।
ফুলতলা হাসপাতালে চিকিৎসাধীন রহিমা বেগম জানান, গত দেড় বছর পূর্বে প্রেমবাগ পালপাড়া গ্রামস্থ স্বামী মফিজুর গাজী অসুস্থ্যতার কারণে মৃত্যবরণ করলে ১টি ছেলে ও ১টি মেয়ে নিয়ে স্বামী ভিটাতেই অবস্থান করেন। তিনি নিজে দিনমজুর হিসাবে অন্যের ক্ষেতে কাজ ওগরু পালন করে নিজেদের ভরনপোষন এবং ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ যোগান। শুক্রবার দুপুরে শ্বশুর ঐ গৃহবধুর পালিত গরু জোর পূর্বক বিক্রির চেষ্টা করে। এতে বাধা দেয়ায় শ্বশুর আবু তালেব জমিদার গাজী (৬০), দেবর মোস্তাক গাজী (৪০) ও ননদ লুৎফুন্নাহার (৩৫) রহিমা বেগমকে মারপিট করতে থাকে। এ সময় তার জেএসসি পরীক্ষার্থী মেয়ে সুমা খাতুন (১৪) ঠেকাতে আসলে তাকেও বেদম মারপিট করে। পরে এলাকাবাসি তাকে উদ্ধার করে ফুলতলাস্থ তার পিত্রালয়ে পাঠালে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।