বাংলাদেশে আসছেন নেইমার!

প্রকাশঃ ২০২৪-১০-০৭ - ১৭:৪৫

ক্রীড়া প্রতিবদেক : নেইমার হতে পারতেন সময়ের সবচেয়ে বড় তারকাদের একজন। তিনি হয়েছেনও বটে। তবে, যতটা এগিয়েছেন তারচেয়ে বেশি পিছিয়েছেন। চোটের কারণে ক্যারিয়ারের লম্বা সময় কাটাতে হয়েছে মাঠের বাইরে। এতে অবশ্য ভক্তদের কাছে তার জনপ্রিয়তা কমেনি।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও নেইমারের ভক্ত কম নেই। বাংলাদেশে নেইমারের অগণিত ভক্ত-অনুরাগী, যা কয়েক লাখ ছাড়াবে। ব্রাজিল ও নেইমারের খেলা দেখতেই মুখিয়ে থাকেন বাংলাদেশিরা। এবার ব্রাজিলের পোষ্টাবয়কে সামনে থেকে দেখা সুযোগ আসছে বাংলাদেশি নেইমার ভক্তদের জন্য। জানা যায়, ২০২৫ সালে বাংলাদেশে আসতে পারেন এই সেলেসাও তারকা। দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, নেইমারের প্রিয় বন্ধু বাংলাদেশের রবিন মিয়া।

নেইমারের সঙ্গে কাজ করেন রবিন মিয়া। মূলত নেইমারের প্রচার ও প্রসার নিয়ে। জনা যায়, বিভিন্ন দেশের আন্তর্জাতিক মানের কোম্পানি বা ব্র্যান্ড নেইমারের ফেসভ্যালু ব্যবহার করে তাদের ব্যবসার প্রচার ও প্রসার চায়। তারা আমাদের কাছে আসে। আমরাও খুঁজে বের করে পছন্দসই কোম্পানিকে প্রস্তাব পাঠাই।

২০২৫ সালে নেইমারের বাংলাদেশের আসা প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমকে রবিন বলেন, ‘নেইমারের আসার ব্যাপারে একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশাকরি, আগামী বছরের (২০২৫) শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব। আমি চাইব, নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে। আমরা চ্যারিটি আয়োজন করব। ১৬ কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব।’

নেইমারের আগে গত বছর লাতিন আমেরিকার আরও দুই ফুটবল তারকা এসেছিলেন বাংলাদেশে। একজন আর্জেন্টিনার হয়ে ২০২২ কাতার বিশ্বকাপ জেতা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, আরেকজন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো।