বাংলাদেশে প্রথম তিন করোনা রোগী শনাক্ত

প্রকাশঃ ২০২০-০৩-০৮ - ১৬:৪৬

ঢাকা অফিস: বাংলাদেশে প্রথম তিনজন নোভেল করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আরো তিনজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।রোববার (৮ মার্চ) দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নিয়মিত ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। তিনি জানান, গতকাল (শবিনার) তাদের শরীরে করোনা ধরা পড়েছে।

ঝুঁকি সত্যে পরিণত হলো। বাংলাদেশে কোভিন নাইনটিন সনাক্ত হয়েছে কমপক্ষে ৩ জনের মধ্য। রোগতত্ত্ব বিভাগ বলছে, ইতালি থেকে করোনার সংক্রমণ নিয়ে দেশে ফেরেন দুই বাংলাদেশি। যাদের মধ্যে ১ জনের পরিবারের সদস্যসহ মোট তিনজনে কোভিড নাইনটিন সনাক্ত নিশ্চিত হয়। আইইডিসিআর পরিচালক আরও জানান, সংক্রমণের শঙ্কায় কোয়ারেন্টিনে আছে আরও ৩জন।

আক্রান্তদের মধ্যে একজন নারী এবং দুজন পুরুষ রয়েছে। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে আইইডিসিআর জানিয়েছে, আক্রান্ত তিনজন রোগীর অবস্থায়ই স্থিতিশীল। তারা ভালো আছেন। তবে আইসোলেশনে থাকবেন।