বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি

প্রকাশঃ ২০২৩-০৪-০৬ - ১৭:২৭

ইউনিক ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের সার্ভারে হঠাৎ ত্রুটি ধরা পড়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক সব ধরনের লেনদেন ব্যাহত হয়ে পড়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের পুরো আইটি সিস্টেমে এ সমস্যা দেখা দেয়। যা বিকেল পর্যন্ত সমাধান হয়নি।

কেন্দ্রীয় ব্যাংকের আইসিটি অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী পরিচালক মুহাম্মদ জাকির হাসান গণমাধ্যমকে বলেন, আমরা আমাদের আইটি সিস্টেমে একটি প্রযুক্তিগত ত্রুটি অনুভব করেছি এবং সমস্যাটি সমাধানের কাজ শুরু করি। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুনরায় সচল হয়। পুরো নেটওয়ার্কিং সিস্টেম এখন সুষ্ঠুভাবে চলছে।

কর্মকর্তারা বলছেন, সার্ভারের ক্রটির আইটি সমস্যার কারণে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সিস্টেমের মাধ্যমে লেনদেন ব্যাহত হয়েছে। এনপিএসবি হলো একটি দেশীয় এটিএম শেয়ারিং নেটওয়ার্ক, যা বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়।