বাগেরহাট : বাগেরহাটের রামপাল উপজেলায় নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্রেনের পাইল ছিঁড়ে দুই শ্রমিক মারা গেছেন।
শনিবার রাতে, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের কালীনগর গ্রামের আনসার আলীর ছেলে নাসির হোসেন (২৭) এবং রামপাল উপজেলার ফজলুর রহমানের ছেলে আসাদুর রহমান (৩২)।
পুলিশ জানায়, শনিবার রামপালে ১৩২০ মেগাওয়াট নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্রেনের পাইল ছিঁড়ে ওই দুই শ্রমিক আহত হয়। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাতেই তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে, গত ৩রা মার্চ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে কনটেইনারের নিচে চাপা পড়ে এমডি নায়েব আলী (৪৫) ও মো. ফিরোজ (৪৯) নামে দুই শ্রমিক নিহত হন।