বাগেরহাট : বাগেরহাটের কচুয়া উপজেলার ফুলতলা এলাকায় অগ্নিকান্ডে একটি দোকান আগুনে পুড়ে ভস্মিভুত হয়েছে। রবিবার রাতে ফুলতলা হাটের একটি ভ্যারাইটি স্টোরে অগ্নিতান্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকের প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। কচুয়া থানা পুলিশ জানায়, রবিবার রাতের কোন এক সময়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনার পর খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঠিক কি কারনে এ অগ্নিকান্ড ঘটেছে তা জানাযায়নি। ক্ষতিগ্রস্ত দোকান মালিক বিপ্লব মৃধা বলেন, প্রতি রাতের ন্যায় দোকান বন্ধ করে আমি বাড়ীতে যাই, পরের দিন সকালে দোকান পুড়ে যাওয়ার কথা শুনে এসে দেখি দোকানটি সম্পুর্ন পড়ে গেছে। এতে আমার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।