বাগেরহাটে আইডিইবির নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ

প্রকাশঃ ২০২৩-০২-২১ - ১৩:৪৯

বাগেরহাট অফিস : বাগেরহাটে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ত্রি-বার্ষিক সম্মেলনে নবনির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের শপথ গ্রহন ও সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের ভি আইপি ভবনে এ শপথ অনুষ্ঠিত হয়। জেলা আইডিইবির নবনির্বাচিত সভাপতি খন্দকার আব্দুস সালামের সভাপতিত্বে ও মো: আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা শেখ রফিকুল ইসলাম তাপস। অন্যন্যেদের মধ্যে বক্তৃতা করেন সনৎ কুমার সাহা, মো: আহসান উল আলম, সাংবাদিক মোল্লা আব্দুর রব, প্রান্ত রায়, মো: আনিছুর রহমান, মো: শাহজাহান খান, সব্যসাচী রায়, মো: নাসির উদ্দিন, মো: সাইফুল ইসলাম, সঞ্চিতা রানী রায়, মো: রিপন মিয়া, সাধন রায়, আ স ম জুলফিকার, মো: বোরহান তালুকদার। সভায় বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন পেশাগত সমস্যা সমাধানসহ দেশ ও জাতির কল্যানে কাজ করার অঙ্গিকার করেন। সভায় আইডিইবির সুবিধার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ সিন্ধান্ত গৃহিত হয়। উক্ত শপথ অনুষ্ঠানে বাগেরহাট জেলার আইডিইবির সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সকল উপজেলার সদস্যারা উপস্থিত ছিলেন।