বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮ কেজি ওজনের কষ্টি পাথরের একটি শিব মূর্তি উদ্ধার করেছে র্যাব-৬। শুক্রবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের দাসখালি খাল থেকে ওই শিব মূর্তিটি উদ্ধার করে র্যাব। তবে এসময় তারা কাউকে আটক করতে পারেনি।
র্যাব-৬ এর লেফটেন্যান্ট কমান্ডার জাহিদ সাংবাদিকদের জানান, গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৮ কেজি ওজনের একটি কষ্টি পাথরের শিব মূর্তি উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা। এই শিব মূর্তিটি কোথা থেকে কারা পাচারের উদ্দেশ্যে এখানে এনে রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। আগামীকাল রবিবার খুলনা প্রতœতত্ত্ব অধিদপ্তরের কাছে মূর্তিটি হস্তান্তর করা হবে বলে জানান এ কর্মকর্তা।