বাগেরহাট অফিস : বাগেরহাটে র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে তাঁতী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার বিকালে শহরের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের সামনে জেলা তাঁতী লীগের কার্য্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। পরে জেলা তাঁতী লীগের সভাপতি আলহাজ¦ বাকী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তাঁতী লীগের সিনিয়র সহসভাপতি মীর বরকত আলী,সাধারন সম্পাদক ফকির ইফতেখারুল ইসলাম রানা, সদর থানা তাঁতী লীগের সভাপতি জাহিদুর রহমান, সাধারন সম্পাদক লিটু দাস, পৌর তাঁতীলীগের সভাপতি খান জাহাঙ্গীর হোসেন মিঠু, সাধারন সম্পাদক আরাফাত মীর,আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় বাগেরহাট জেলা ও উপজেলা তাঁতী লীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে কেক কেটে তাঁতী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।