বাগেরহাটে দরিদ্র ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রকাশঃ ২০২৩-০১-১৯ - ১৩:২৭

বাগেরহাট অফিস : বাগেরহাটে দিনব্যাপি দরিদ্র ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার, ক্রাচ, হেয়ার মেশিন ও শীতবস্ত্র বিতারণসহ বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান প্রঙ্গনে উন্নয়ন সংস্থা সাইট সেভার্সের সহযোগিতায় বাগেরহাট ফাউন্ডেশন ও দৃষ্টিদান চক্ষু হাসপাতালের আয়োজনে জেলা একীভূত চক্ষু সেবা প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মো: আজিজুর রহমান। পরে দরিদ্র ও অস্বচ্ছল প্রতিবন্ধিদের মাঝে ৪টি হুইল চেয়ার, ২টি ক্রাচ, ২টি হেয়ার মেশিন ও শীতার্থ মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক। সাইট সেভার্স এ সমন্বয়কারী মমিনুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা সমাজ সেবার উপ-পরিচালক এএসএম রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, আহাদ উদ্দিন হায়দার। এছাড়া বাগেরহাট ফাউন্ডেশনের ৪৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনব্যাপী চক্ষুসেবা, শীতার্থদের মাঝে কম্বল বিতরণসহ আলোচনা সভার আয়োজন করা হয়

বিকালে শহরের এসিলাহ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালিন সদস্য এড. মীর শওকাত আলী বাদশা ও এসএম ফকির মোস্তাফিজুল হককে বিশেষ সন্মাননা প্রদান করা হয়।