বাগেরহাটে স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাগেরহাট কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন

প্রকাশঃ ২০২৩-০৩-২৩ - ১৪:১৮

বাগেরহাট অফিস : বাগেরহাটের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাগেরহাট কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বুধবার বাগেরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত কামিল মাদ্রাসাকে ২৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়। প্রথমে বাগেরহাট কলেজিয়েট স্কুল ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩৬৬ রান করে। দলের পক্ষে সাওন ৯২ লনি ৬০ ও আমিনুল ৫২ রান করে। দ্বিতীয় য়ার্ধে বাগেরহাট কামিল মাদ্রাসা খেলতে নেমে ৩৮ দশমিক ৫ ওভারে১১২ রান করে সবাই আউট হয়ে যায়। বিজয়ী দলের শাওন একাই পাঁচ উইকেট নেন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুল ইসলাম বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাগেরহাট পৌরসভার মেয়র হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন খানজাহান আলী কলেজের অধ্যক্ষ ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতিঅন্ধকার আসিফ উদ্দিন রাখি,,জেলা ক্রিয়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক অমিত রায়, নির্বাহী সদস্য তৌহিদুর রহমান জনি, মো: আবু তাহের, মোস্তাহিদুর রহমান মুক্ত প্রমূখ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ বছর জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টেজেলার আটটি বিদ্যালয় দল অংশগ্রহণ করে।