বাগেরহাট অফিস : ঢাকা মাওয়া মহাসড়কের ফকিরহাটের সীমান্ত মোল্লাহাটের মাদ্রাসাঘাট এলাকায় মটরসাইকেলে কেড়ে নিয়েছে আবু রায়হান (৮) নামের এক মাদ্রাসা ছাত্রের প্রান। ঘটনাটি গতকাল সোমবার সকাল ৮টায় উক্ত এলাকায় ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোল্লাহাটের গাওলা এলাকার শামসুল হকের পুত্র আবু রায়হান মাদ্রাসা থেকে বাড়ী যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় মোল্লাহাটগামী একটি দ্রæতগামী অজ্ঞাত মটরসাইকেল তাকে সাজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে মারাত্বক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। হৃদয় বিদারক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।