বাগেরহাট হতে চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

প্রকাশঃ ২০২১-১১-২২ - ২০:৪৭

ইউনিক প্রতিবেদক :
খুলনা নগরীর বাগমারা এলাকার মো. আবদুল্লাহ হত্যাচেষ্টা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার র‌্যাব-৬ সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামী মো. রোহান শেখ (২০) চাঞ্চল্যকর মো. আবদুল্লাহ হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ২নং আসামী। সে নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার মৃত গোলাম মোস্তফা বাবুল শেখের ছেলে। র‌্যাব-৬ তাদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
র‌্যাব-৬ তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত বুধবার (১৭ নভেম্বর) পূর্বশত্রুতার জেরে খুলনা সদর থানাধীন বাগমারা মেইনরোডস্থ মোড় এলাকায় একটি সেলুনের মধ্যে অবস্থানকালে মোটরসাইকেল যোগে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে বাগমারা মেইন রোড এলাকার সৈয়দ মুরাদ আলীর ছেলে মোঃ আব্দুল্লাহ (১৭) কে কুপিয়ে গুরুতর জখম করে। যার ফলে ভিকটিমের শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। পরবর্তীতে স্থানীয়রা আহত আবদুল্লাহকে জরুরী ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই বিষয়ে কেএমপি খুলনার সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ সদর কোম্পানি খুলনার একটি দল হত্যাচেষ্টা মামলার আসামীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনার করে। মামলার পলাতক ২নং আসামী নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার মৃত গোলাম মোস্তফা বাবুল শেখের ছেলে মোঃ রোহান শেখকে গ্রেফতারে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ রোহান শেখ হত্যাচেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যমতে অন্য আসামীদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তীতে খুলনা সদর থানায় মামলার তদন্তকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়।