আবু হোসাইন সুমন, মোংলা : বাগেরহাট-০৩ (মোংলা-রামপাল) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার দুপুর ১২টায় রামপাল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার তুষার কুমার পালের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপজেলা নির্বাচন অফিসার শেখ জাকারিয়াও উপস্থিত ছিলেন। বিএনপি’র প্রার্থী ড. ফরিদের এ মনোননয়নপত্র জমাকালে তার সাথে ছিলেন মোংলা পৌর বিএনপি’র সহ-সভাপতি মো: খলিুলর রহমান, যুগ্ম সম্পাদক মো: আবুল কালাম, রামপাল উপজেলা বিএনপির সহ-সভপতি শেখ শহীদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খাজা মঈন উদ্দিন আখতার ও হুড়কা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: বাবুল হাওলাদার। এদিকে দীর্ঘ দেড় যুগ পর এ আসনটিতে বিএনপি’র একক প্রার্থীকে মনোনয়ন দেয়া স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা বিরাজ করছে। বিগত বছরগুলো এ আসনে জামায়াতের প্রার্থীকে মনোনয়ন দিলেও একের পর এক আওয়ামী প্রার্থীর কাছে পরাজিত হওয়ায় এবার আসনটিতে জয়লাভে শতভাগ আশাবাদী বিএনপি। কারণ হিসেবে স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীদের দাবী, আসনটির মোট ভোটারের মধ্যে ৫০ থেকে ৬০ হাজার ভোট রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়েরর লোকজনের। যারা কখনই জামায়াতকে ভোট দেন না এবং দিতে আগ্রহীও নন। তাই এই ভোটগুলো বিএনপি’র প্রার্থীর বাক্সে যাবে বলে আশা করছেন তারা। এছাড়া দল-মত নির্বিশেষে বিএনপি প্রার্থী লায়ন ফরিদ দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে সকলের সুখে-দু:খে পাশে থাকায় এবং সর্বাত্মক সাহায্য সহযোগীতা করায় স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। তাকে মনোনয়ন দেয়ায় ঝিমিয়ে পড়া বিএনপি এখন মাঠে ময়দানে সরব হয়ে উঠেছেন।
মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের কাছে বিএনপি নেতা (বাগেরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি) লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে, আমাদের আন্দোলনের অংশ হিসেবেই এই নির্বাচনে অংশ্রগ্রহণ করেছি। ভোটারদের মূল্যবান ভোট আমাদের নেত্রীর মুক্তিকে ত্বরান্বিত করবে এবং তারেক রহমানের প্রত্যার্বতনও ভোটে জয়ের মধ্যদিয়ে অর্জন হবে। নির্বাচনী পরিবেশ বিঘেœর আশংকা প্রকাশ করে তিনি আরো বলেন, এই জনপদে যিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন তিনি খুলনা সিটি করপোরেশনের মেয়র হওয়া সত্বেও প্রতিনিয়ত সভা করছেন যেটা আচরণ বিধি লঙ্গন। আমি আশা করছি নির্বাচনী কর্মকর্তারা এ বিষয়ে নজরদারী দিবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।