রবিউল ইসলাম মিটু, যশোর : যশোর বাঘারপাড়া উপজেলার ১নং জহুরপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্মানের দাবিতে এলাকাবাসি বুধবার দুপুরে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছে। জেলা প্রশাসক মো. আশরাফ হোসেন এ স্মারক লিপি গ্রহন করেন।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে, ১নং জহুরপুর ইউনিয়ন পরিষদ সৃষ্টির পর হতে ৪০-৪৫বছর নির্বাচিত চেয়ারম্যানদের বাসভবনে পরিষদ কার্যক্রম পরিচালনা করে আসছেন। বর্তমান চেয়ারম্যান এলাকার বেতালপাড়া একটি ভাড়া বাড়িতে পরিষদ কার্যক্রম পরিচালনা করছেন।ফলে ইউনিয়নবাসি ইউনিয়ন সেবাথেকে বঞ্চিত হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের রূপকার আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মান গ্রহনে তা সম্পন্ন হতে চলেছে। কিন্তু অতিব দুঃখের বিষয় ১নং জহুরপুর ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের কোন কার্যক্রম গ্রহন করা হয়নি।
এলাকাবাসির পক্ষ হতে ইউনিয়নের মাঝামাঝি ৩নং ওয়ার্ডের ২১নম্বর বেতালপাড়া মৌজার এসএ-৬১নং খতিয়ানের ৬০৭নং দাগের ০.২৬একর জমি ০১নং জহুরপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে, সচিব স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অনুকুলে রেজিস্ট্রী কবলা দলিল করে দেয়া হয়েছে। এলাকাবাসির দাবি অনুসারে প্রয়োজনিয় ব্যবস্হা গ্রহনে দাবি জানানো হয়।
স্মারক লিপি প্রদানের সময় উপস্হিত ছিলেন নয়জন ইউপি সদস্য, বীরমুক্তিযোদ্ধা নওয়াব আলী মন্ডল, আবুতাহের মিয়া, মহিউদ্দীন মন্ডল, গণ্যমান্য ডাঃ নূরুল ইসলাম, মকবুল হোসেন, আয়ুব হোসেন মুঞ্জি, সিদ্দিকুর রহমান, আয়ুব মাস্টার, রাজ্জাক মোল্যাসহ অর্ধশত এলাকা বাসি উপস্থিত ছিলেন।