যশোর: হাতুড়ী মার্কা প্রার্থীর নির্বাচনে অংশ নেওয়ায় শত্রুতার কারনে জিয়া (৪০) নামে এক যুবককে প্রকাশ্যে হাতুড়ী ও হকিষ্টিক দিয়ে বেদম প্রহার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি যশোর বাঘারপাড়া উপজেলার বন্দবিলা বাজারের।
বাঘারপাড়া উপজেলার বন্দবিলা সাদিপুর গ্রামের বিশারত হোসেনের ছেলে জিয়া জানান,গত ১৭ মার্চ বেলা ১১ টায় চেয়ারম্যান সবদুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী বন্দবিলা বাজারে পেয়ে তাকে আক্রমণ শুরু করে। সন্ত্রাসীরা জিয়ার শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ী ও হকিষ্টিক দিয়ে বেদম প্রহার করে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিয়া জানান, বিগত নির্বাচনে সে হাতুড়ী মার্কা প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় তার উপর এই হামলা চালানো হয়েছে।