যশোর অফিস : যশোরের বাঘারপাড়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।
বাঘারপাড়া উপজেলার মাহামুদ আলীপুর গ্রামের একটি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাঘারপাড়া থানার ডিউটি অফিসার আবু সাঈদ জানান, শনিবার সকালে বাঘারপাড়া উপজেলার মাহামুদ আলীপুর গ্রামের মাঠের মধ্যে বামুনহাট-বালিয়াডাঙ্গা সড়কের পাশে একটি ক্ষেতে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে ছিল। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। এরপর পুলিশ ঘটনাস্থলে গেছে।
স্থানীয়রা জানায়, নিহত ওই নারীর পরনে নীল রংয়ের পায়জামার ওপরে কালো রংয়ের বোরখা রয়েছে। গোলাপি রংয়ের একটি ছাপানো ওড়না দিয়ে মাথা বাঁধা। তার গলা ও মুখে রক্তের দাগ রয়েছে। কিছুটা দূরে একটি ব্যাগের মধ্যে পানির বোতল বেরিয়ে ছিল।
বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানিয়েছেন, লাশটি উদ্ধার করে থানায় আনা হচ্ছে। এরপর ময়না তদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত ওই নারীর পরিচয় জানা সম্ভব হয়নি।