বাঘারপাড়ায় গাছ থেকে পড়ে কিশোর নিহত

প্রকাশঃ ২০২৩-০২-০১ - ১২:৫৬

যশোর অফিস : ডাবগাছ থেকে পড়ে ফয়সাল (১৬) এক কিশোর নিহত হয়েছে। সে যশোরের বাঘারপাড়া থানার আন্দুলবাড়িয়া গ্রামের লিটন মোল্লার ছেলে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ডাব গাছে ডাব পাড়তে উঠে নিচে সে উপর থেকে মাটিতে পড়ে যায়। পড়ে থাকে আহত অবস্থায় ২৫০ শয্যা হাসপাতালে আনার পর দুপুর ১টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক ডা: আবদুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন। ফয়সাল ধলগ্রাম বীরপ্রতীক ইসহক ডিগ্রি কলেজের মানবিক দ্বাদশ শ্রেণির ছাত্র।