বাজুয়ায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

প্রকাশঃ ২০২০-০৮-২৪ - ২১:২৮

আজগর হোসেন ছাব্বির, দাকোপঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে দাকোপের বাজুয়া ইউপি আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বিকাল ৪ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাজুয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি অপরাজিত মন্ডল অপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মির্জা সাইফুল ইসলাম টুটুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দীয় আওয়ামী লীগের কার্য-নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত সংসদ সদস্য এ্যাডঃ গেøারিয়া ঝর্না সরকার। প্রধান বক্তৃার বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার। উপস্থিত ছিলেন আওয়ামী লীগনেতা দেবব্রত বিশ্বাস, রবিন্দ্র নাথ মোড়ল, যুবলীগনেতা রতন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজগর হোসেন বাপ্পি, ফয়সল শরীফ, উৎপাল দাস, আরাফত আজাদ, তুষার রায়, অজিত রায়, অশোক মন্ডল, মিহির রায়, রাসেল কাজী, পল্লব রায়, নুর ইসলাম শেখ, মৃগংক রায়, মাহাদি বুলবুল, সুকান্ত মন্ডল, গোবিন্দ রায়, অসিত বিশ্বাস, মাসুম হাওলাদার, শিহাব ঢালী, শুখেন্দু রায়, সুদিপ্ত রায়, স্বপ্লিল মন্ডল প্রমুখ।