বানীশান্তার উর্বর কৃষিজমি নষ্ট করতে দিতে চাইনা : হুইফ পঞ্চানন বিশ্বাস

প্রকাশঃ ২০২২-০৮-১৩ - ২৩:০২
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : বানীশান্তার উর্বর কৃষিজমি নষ্ট করতে দিতে চাইনা। নদী খনন হোক সেটা আমরা চাই, কিন্তু কৃষিজমিতে বালু ফেলতে দিবোনা। আমার শরীরকে যেমন ভালোবাসি বাণীশান্তার মানুষও জমিকে তেমনি ভালোবাসি। তাই বানীশান্তার জমি নষ্ট হতে দিবোনা। আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার সরকার চাইবেনা বালু ফেলে এই গ্রাম ও কৃষিজমি নষ্ট হোক। শনিবার বিকেলে মোংলা বন্দরের পশুর চ্যানেলের পশ্চিম পাড়ের খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা বাজারে কৃষিজমি রক্ষার দাবীতে বানীশান্তা ইউনিয়ন পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের হুইফ ও স্থানীয় সাংসদ পঞ্চানন বিশ্বাস এসব কথা বলেন।
নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন বানীশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব রায়। সমাবেশে বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের নেতা অসিত বরণ বিশ্বাস, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র (বাপা) কেন্দ্রিয় নেতা মো. নূর আলম শেখ, সিপিবি নেতা এ্যাড. রুহুল আমীন, আওয়ামী লীগ নেতা পরিমল কান্তি রপ্তান, সঞ্জিব মন্ডল, কৃষক নেতা কিশোর রায়, সত্যজিৎ গাইন, পাপিয়া মিস্ত্রি, কৃষ্ণপদ মন্ডল ও বৈশাখী মন্ডল। নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় হুইফ পঞ্চানন বিশ্বাস এমপি আরো বলেন, আপনারা জমি চাষাবাদ করেন আর ধৈর্য্য ধরেন। আশাকরি কোন অসুবিধা হবেনা। আমাদের বুকের উপর বালু ফেলে নদী খনন করতে দিতে চাইনা। তিনি আরো বলেন, ঢাকা ফিরপ আমি প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাতে কৃষিজমি রক্ষার বিষয়টি আমার পক্ষে যতটুকু সম্ভব তাঁকে অবহিত করবো। সমাবেশে আন্দোলনকারী নেতৃবৃন্দ বলেন, আমরা জান দেবো তবুও আমাদের জমিতে বালু ফেলতে দিবোনা। তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কৃষিজমি নষ্ট করে কোন উন্নয়ন কাজ হবেনা। অথচ মোংলা বন্দর কর্তৃপক্ষ বানীশান্তার তিন ফসলি কৃষিজমি নষ্ট করে এলাকাবাসীকে উচ্ছেদের ষড়যন্ত্র করছে। সমাবেশে কৃষকরা যেকোন মূল্যে কৃষিজমিতে বালু ফেলার সিদ্ধান্ত প্রতিহত করার ঘোষণা দেন।
মুলত মোংলা বন্দরের পশুর চ্যানেলের (ইনারবার) খননকৃত বালু চ্যানেল সংলগ্ন বানীশান্তা ইউনিয়নের জমিতে ফেলার উদ্যোগ বন্দর কর্তৃপক্ষের। যার প্রেক্ষিতে বালু ফেলার প্রতিবাদে জমি মালিক ও গ্রামবাসীর এ সমাবেশ। এ ইস্যুতে এর আগে কয়েকবার সেখানে মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ করেছেন বানীশন্তাবাসী।