ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান বলেছেন, নারীরা সমাজের বোঝা নয় বরং আজকের শিক্ষিত নারী সমাজ দেশের প্রতিটি সেক্টরে যোগ্যতার সাথে নেতৃত্ব দিচ্ছে। শিক্ষার ক্ষেত্রে শুধু পাশ আর সার্টিফিকেট সর্বস্ব নয়-শিক্ষার গুণগত মান অর্জন করতে হবে। বাল্য বিয়ে ও যৌতুক প্রথা সমাজ থেকে চিরতরে বিদায় দিতে হবে।
বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনার ফুলতলা উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত জাতীয় কন্যা শিশু দিবস এবং বাল্য বিবাহ প্রতিরোধ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ আয়োজিত মাধ্যমিক স্কুলের মেধাবী ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইউএনও মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড নাসরিন আক্তার, ওসি মোঃ আসাদুজ্জামান মুন্সী। মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মোল্যা এমদাদুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম বদিউজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চায়না রানী দত্ত, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক মহাসিন বিশ্বাস, ওলিয়ার রহমান, শিক্ষক পবিত্রা হালদার, শিল্পী বিশ্বাস প্রমুখ। পরে প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান উপজেলা ভূমি অফিস আয়োজিত উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন উপকরণ ও সাইকেল বিতরণ করেন।