বাসের সামনের সারির বেশির ভাগ যাত্রী মারা গেছেন: ফায়ার সার্ভিস

প্রকাশঃ ২০২৩-০৩-২০ - ১২:৫২

ইউনিক ডেস্ক : বাসের সামনের দিকের যাত্রীদের মৃত্যুর সংখ্যা বেশি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বাসটিতে মোট ৫৪টি আসন রয়েছে। প্রতিটি আসন এবং সামনের ইঞ্জিন কাভারেও যাত্রী ছিল।

এরমধ্যে যারা সামনের দিকে বসেছিল তাদের বেশিরভাগই মারা গেছে বলে জানায় ফায়ার সার্ভিস ফরিদপুর জোনের উপসহকারী-পরিচালক শিপলু আহম্মেদ।

তিনি বলেন, কমপক্ষে ৬০ জন যাত্রী ছিল গাড়িতে। যাত্রীদের প্রায় সবাই আহত হয়েছে। আমরা খবর পাওয়ার পরে ঘটনাস্থলে এসে ১৪ জনকে মৃত হিসেবে শনাক্ত করি। তাদের উদ্ধারের পরে পুলিশের কাছে হস্তান্তর করি। হাসপাতালে নেওয়ার পরে আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে জানতে পারি।