ফুলতলা (খুলনা) প্রতিনিধি// আগামী ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষে ফুলতলা উপজেলা বিএনপি আয়োজিত এক প্রস্তুতি সভা বুধবার সন্ধ্যায় বিএনপি অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মনির হাসান টিটোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনির হাসান বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবু হোসেন বাবু, এস এ রহমান বাবুল, আশরাফুল আলম নান্নু, হাসনাত রেজভী মার্শাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আনোয়ার হোসেন বাবু, মোঃ লুৎফর রহমান, ওয়াহিদুজ্জামান নান্না, মশিউর রহমান বিপ্লব, জিএম শফিকুল ইসলাম, মোঃ ইদ্রিস আলী মোল্যা, আঃ হালিম শেখ, শেখ হাফিজুর রহমান, আঃ হালিম সরদার, মোঃ আলমগীর হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আনিছুর রহমান পলাশ, আনিছুর রহমান রনি, মোঃ ইকবল খান, মোঃ রবিউল ইসলাম রবি, ইনামুল কবির হিরোন, শাহীন আজাদ, শরিফুল ইসলাম মিকু, তুষার মোল্যা, তুহিন খন্দকার, সৈয়দ আল শাকিল, আলামিন সানা, ফয়সাল হোসেন প্রমুখ। পরে ফুলতলা বাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করে।