বিএনপি আগামী নির্বাচনে একটি আসনও পাবে না: শিখর

প্রকাশঃ ২০২৩-০৩-১২ - ১৬:৪২

ইউনিক ডেস্ক : মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেছেন, আসন্ন সংসদ নিবার্চনে বিএনপি একটি আসন পাওয়ার কোনো সম্ভবনা নেই। জনগণ বর্তমান সরকারের উন্নয়নকে স্মরণ রেখে আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে।

শনিবার বিকেলে শহরের সেগুনবাগিচায় বিএনপি-জামায়াতসহ স্বাধীনতা বিরোধী সব অপশক্তির নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে সমাবেশ প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটার্জী।