বিএনপি জামাতের ৯০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশঃ ২০১৮-০২-০২ - ১৮:১১

যশোর অফিস:  নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামাযাত নেতাকর্মীদের বিরুদ্ধে যশোর কোতয়ালি থানার পুলিশ তিনটি মামলা দায়ের করেছে। মামলাগুলোতে আসামি করা হয়েছে ৯০ জনকে। এরমধ্যে ১৭ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, থানা এসআই বাবুলচন্দ্র বিশ্বাস ২৬ জন, এসআই হাসানুর রহমান ৩২ জন এবং এসআই দেবাশীষ রায় বাদী হয়ে ৩২ জনের বিরুদ্ধে এ তিনটি মামলা করেন।

মামলায় উল্লেখযোগ্যরা হলেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য বেনাপোলের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী নুরুজ্জামান লিটন, যুবদলের যশোর জেলা শাখার সভাপতি এহসানুল হক মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুর (সাজ্জাদুর) রহমান সুজা, চৌধুরী রফিকুল ইসলাম ওরফে মুল্লুক চান, আরএন রোডের এল , গুলশান, চেম্বার অব কমার্সের সাবেক কর্মকর্তা বদরুজ্জামান বাবলু, আবু সাইদ। এছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ছাত্রদল জেলা কমিটির সহসভাপতি জহিরুল হক শিমুলও এই মামলার আসামি। এছাড়া মামলার অন্যান্য আসামিরা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সমর্থক রয়েছে।