যশোর : বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতকে আটকের প্রতিবাদে ও তার মুক্তি দাবিতে যশোরে বিক্ষোভ করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল।
বুধবার বেলা একটার দিকে শহরের রবীন্দ্রনাথ রোডের নতুন বাজারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি কোতয়ালী থানার সামনে এসে শেষ হয়।
মিছিলে বিএনপি,যুবদল,ছাত্রদলের কয়েক শত নেতাকর্মী অংশ নেয়। মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে ঢাকার বাসা থেকে পুলিশ আটক করে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতকে। তিনি দলের স্থায়ী কমিটির সদস্য বর্ষীয়ান নেতা তরিকুল ইসলামের ছেলে।