ফুলতলা (খুলনা) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি নেতা সরদার আলাউদ্দিন মিঠু’র জনপ্রিয়তায় ইর্ষান্বিত ও আধিপাত্য বিস্তারে ব্যর্থ হয়ে স্বার্থান্বেষী মহল তাকে নৃশংসভাবে খুন করে। তার পিতা ইউপি চেয়ারম্যান সরদার আবুল কাশেম ও বড় ভাই সরদার আবু সাইদ বাদল এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিঠ’ুর হত্যা একই সূত্রে গাথা।
শুক্রবার জুম্মাবাদ দলীয় কর্মসূচিতে অংশ নিতে খুলনায় যাওয়ার পথে ফুলতলার দামোদর নতুনহাটস্থ নিহত খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু’র কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন । পরে তিনি মিঠু’র স্ত্রী জোবায়দা খান সুরুভী, পুত্র সামির সরদার, কন্যা ফাতেমাসহ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, জিয়া সৈনিক দল সভাপতি ওয়াজেদ আলী সেন্টু, নিহতের ভাই মোঃ সেলিম সরদার, রাজ সরদার ও সোহেল সরদার, বিএনপি নেতা শেখ লুৎফর রহমান, আহসানুল হক লড্ডন, মোঃ জামাল ভূ্ইঁয়া, সৈয়দ ফজলুল হক সেলিম, শেখ বকতিয়ার উদ্দিন, আলহাজ¦ হারুন অর রশিদ, জিএম শফিকুল ইসলাম, শেখ আঃ হালিম, শেখ মহিউদ্দিন মোঃ মাসুদুর রহমান সরদার, শেখ আফছার আলী, মোঃ লুৎফর রহমান, মোঃ বাহালুল গাজী, জামিরাবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির মোল্যা, আঃ হালিম সরদার, বিএম মিজানুর রহমান, মোঃ আকতার হোসেন, সৈয়দ আল সাকিল, জুয়েল ভূঁইয়া প্রমুখ।