যশোর অফিস : যশোরের বিভিন্ন থানা পরিদর্শন শুরু করেছেন যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর। তারই অংশ হিসেবে সোমবার যশোরের বেনাপোল থানা ও শার্শা থানা পরিদর্শন করা হয়। এ সময় তারা থানার বিভিন্ন নথিপত্র ও কার্য পক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া নিয়মিত রেজিস্টার ম্যানটেনেন্ট, ওয়ারেন্ট তামিল, স্বাক্ষী হাজির, আলামত নিস্পত্তিসহ বিভিন্ন তারা খতিয়ে দেখেন। বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ইন্সপেক্টর তদন্ত আকিকুল ইসলাম ও বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ ও সালমান আহমেদ শুভ।
আদালত সূত্র জানায়, গত ১৫ ফেব্রুয়ারি বাঘারপাড়া থানা পরিদর্শন করা হয়। পর্যায়ক্রমে সকল থানায় পরিদর্শন করা হবে।