ইউনিক ডেস্ক : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) রাত পৌনে ৪টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত কয়েদির নাম সম্ভু কুমার শর্মা (৬০)। তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম জোতপাড়া এলাকার হরেন্দ্রনাথ শর্মার ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম বলেন, ‘বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত কয়েদি সম্ভু শুক্রবার রাত ৩টার দিকে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ কারা প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।