বিদেশী পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক (ভিডিও)

প্রকাশঃ ২০২২-০৭-২০ - ২৩:৩২

খুলনা অফিস : র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, যশোর জেলার অভয়নগর থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক ০০.২৫ ঘটিকার সময় যশোর জেলার অভয়নগর থানাধীন ধুলগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ কামরুল হাসান(৩৫), থানা-অভয়নগর, জেলা-যশোরকে গ্রেফতারক করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখ গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ০১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি মোটরসাইকেল, ১টি মোবাইলফোন ও নগদ ১১১০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার ভয়নগর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর কাজ প্রক্রিয়াধীন।