বিনামূল্যে আম পরিবহন শুরু করলো ডাকবিভাগ

প্রকাশঃ ২০২০-০৬-১৩ - ১৭:২৭
ঢাকা অফিস : করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশ ডাকবিভাগের উদ্দ্যোগে ক্যাভার্ড ভ্যানের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রান্তিক আমব্যবসায়ীদের বিনামূল্যে আম পরিবনের “কৃষকবন্ধু ডাক সেবা” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার দুপুর বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেবার উদ্বোধন করা হয়।

ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই “কৃষকবন্ধু ডাক সেবা” এর উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার।

এইসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, জেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি মোঃ রুহুল আমীন, জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, আম গবেষণা কেন্দ্রের উদ্ধৃতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

চাঁপাইনবাবগঞ্জ ডাক বিভাগের পোষ্টমাস্টার শ্রী লক্ষণ কুমার জানান, জেলা থেকে তিনজন প্রান্তিক ও ক্ষুদ্র আমব্যবসায়ীর প্রায় ৫ মেট্টিকটন আম নিয়ে ঢাকা উদ্যোশে যাত্রা শুরু করেন।

এদিকে বিনামূল্যে আম ঢাকা পাঠাতে পেরে প্রান্তিক আম ব্যবসায়ীরা আনন্দিত।