এদিকে, করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সোয়া দুই লাখ। আক্রান্ত ৩১ লাখ ৮৭ হাজারের বেশি। নয় লাখ ৮৬ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন।
ইউরোপের অন্য দেশ স্পেনে একদিনে মৃত্যু হয়েছে ৪৫৩ জনের। গত দুই দিন থেকে মৃতের হার বেড়েছে দেশটিতে। সেখানে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে।
ইউরোপের আরেক দেশ ইতালিতে একদিনে মারা গেছে ৩২৩ জন। আগের দিনের থেকে এ সংখ্যা কিছুটা কম। ইতালিতে আক্রান্ত দুই লাখ ছাড়িয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৮ হাজারের বেশি।
অন্যদিকে, করোনায় প্রাণহানিতে চীনকে ছাড়িয়েছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।
গোটা দক্ষিণ আমেরিকার পরিস্থিতির অবনতি হচ্ছে দ্রুত। চিকিৎসা সরঞ্জামের অভাবে পেরু আর আর্জেন্টিনায় বিক্ষোভে নেমেছেন চিকিৎসকরা। দেশ দুটির কারাগার গুলোতেও চলছে বিক্ষোভ। ইকুয়েডরের বাড়ি বাড়ি থেকে করোনা আক্রান্তদের মরদেহ উদ্ধার করছে নিরাপত্তা বাহিনী।