বিশ্ব মানবাধিকার দিবসে অভয়নগর র‌্যালি ও মানববন্ধন

প্রকাশঃ ২০১৭-১২-১০ - ১৩:৩০

অভয়নগর (যশোর) : “হে বিশ্ববাসী সুন্দর পৃথিবীতে শান্তিতে বাঁচতে দাও” প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে যশোরের অভয়নগর উপজেলা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন র‌্যালি ও মানববন্ধন করেছে। রোববার সকালে নওয়াপাড়া বাজারে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আসক ফাউন্ডেশন উপজেলা কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি পরবর্তী মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আসক ফাউন্ডেশনের সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মঈন উদ্দীন মোড়ল, আমন্ত্রীত অতিথি নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আতাউর রহমান, এসআই খায়রুজ্জামান, অভয়নগর থানার এসআই রমজান আলী, ফুলতলা উপজেলা আসক ফাউন্ডেশন সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আসলাম শেখ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক প্রসেনজীত দাস, নওয়াপাড়া পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শান্ত ও কলেজ শাখা ছাত্রলীগ আহবায়ক দিনার শেখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আসক কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহিনুর ইসলাম জুয়েল, সহ-সভাপতি তানভীর হাসান রাতুল, মোস্তাক হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, আইন সম্পাদক শফিউল ইসলাম, প্রচার সম্পাদক রকিবুল ইসলাম, সমন্বয়কারী জাকির হোসেন হৃদয়, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মুন্না আরফিন, সিনিয়র অর্থ সম্পাদক মিসকাইল হোসেন, নির্বাহী সদস্য আল-আমিন হোসেন, সহ সাগঠনিক সম্পাদক আজগর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক জাহিদুল ইসলাম সহ সকল সদস্যবৃন্দ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিটির অর্থ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা বিপুল শেখ।