বিনোদন ডেস্ক : বিয়ে করলেন ক্লোজআপওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুল। পাত্র কানাডা প্রবাসী আলোকচিত্রী ইসলাম নূরুল। গতকাল বুধবার রাতে রাজধানী মোহাম্মদপুরের একটি কনভেনশন সেন্টারের ক্যামেলিয়া হলে তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়। তাদের দুই পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ তালিকায় ছিলেন সংগীত পরিচালক সুজেয় শ্যাম, সংগীতশিল্পী তপন চৌধুরী, দিনাত জাহান মুন্নী, দিলশাদ নাহার কনা, চিত্রনায়িকা নিপুনসহ ক্লোজআপ ওয়ানের শিল্পীরা। উপস্থিত অতিথিরা তাদের নতুন জীবনের জন্য শুভ কামনা জানিয়েছেন। এরও ৮ মাস আগে থেকেই দুই পরিবারের মধ্যে তাদের বিয়ে নিয়ে কথাবার্তা হয়ে আসছিলো। এরপর গত ১৫ মার্চ পুতুল ও নুরুলের তাদের বাগদান হয়। ইসলাম নুরুল কানাডার একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
পাশাপাশি ‘ওয়েডিং ফটোগ্রাফি এজেন্সি’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ক্লোজআপ ওয়ান ২০০৬ প্রতিযোগিতার মাধ্যমে পেশাগত শিল্পী জীবন শুরু পুতুলের। এরপর থেকে পাঁচটি একক অ্যালবামের পাশাপাশি বশকিছু একক গান প্রকাশ করেন। শুধু তাই নয়, নিজের বেশিরভাগ গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন পুতুল নিজে। এছাড়াও তিনি যুক্ত লেখালেখির সঙ্গেও। কবিতা ও উপন্যাস মিলিয়ে তার চারটি গ্রন্থ প্রকাশ হয়েছে।