বি রিসার্চ সোসাইটির উদ্যোগে স্কলারশিপ এ্যাওয়ার্ড প্রদান

প্রকাশঃ ২০২৪-১০-৩০ - ০২:০৮

বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির আয়োজনে ‘বিজনেস এন্ড সোশ্যাল ইংলিশ স্কিল্স এবং ফ্রন্টিয়ার টেকনোলজি স্কিল্স’ স্কলারশিপ অ্যাওয়ার্ড সিরিমনি মঙ্গলবার বিকেল ৪টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, শিক্ষাজীবন থেকেই গবেষণা কাজে যুক্ত হওয়া দারুণ এক অনুভূতি। বিশেষ করে গবেষণার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান বিকাশের পাশাপাশি সমাজের কাছে নিজেদের মৌলিকত্ব তুলে ধরতে পারে। শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলা, গবেষণার বিষয়বস্তু নির্ধারণ, প্রজেক্ট পেপার লেখা, জার্নাল আর্টিকেল পাবলিকেশনসহ নানা বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত এক বছরে তাদের কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয়।

 

তিনি আরও বলেন, আগামী বছর থেকে টিচিং এ্যাসিস্ট্যান্টদের (টিএ) ভাতা প্রদানের বিষয়টি বার্ষিক বাজেটে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে প্রত্যেক ডিসিপ্লিনের যেসব শিক্ষার্থী গবেষণাসংশ্লিষ্ট কাজে পারদর্শী এবং পাশাপাশি যাদের একাডেমিক রেজাল্ট ভালো তাদেরকে বাছাই করে ডিসিপ্লিন প্রতি ৫ জনকে টিচিং এ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা হবে। শিক্ষার্থীদের মধ্যে প্রতি বছর বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড প্রদান, এডভাইজার হিসেবে যে সকল শিক্ষক গবেষণাকাজে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করবেন তাদের স্বীকৃতি প্রদান এবং স্পন্সরদেরও কৃতজ্ঞতা প্রকাশের জন্য স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রিসার্চ সোসাইটির উপদেষ্টা ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। অতিথি ছিলেন ইউএনডিপির ইভ্যালুয়েশন এসোসিয়েট (ফিচার) শামীমা পারভীন। সোসাইটির সভাপতি ফজলে রাব্বি শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাঈমুর রহমান মুন্না ও রুকাইয়া বিনতে সুজাউদ্দিন।
পরে ‘বিজনেস এন্ড সোশ্যাল ইংলিশ স্কিল্স এবং ফ্রন্টিয়ার টেকনোলজি স্কিল্স’ স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।