রবিউল ইসলাম মিটু,যশোর : মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট কলামিষ্ট আমিরুল ইসলাম রন্টু হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালের করোনারী ইউনিটে ভর্তি হয়েছেন।
তার ভাই অধ্যাপক মো. সামসুজ্জামান জানান, শনিবার দুপুরে আমিরুল ইসলাম রন্টু বুকে ব্যাথা অনুভব হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ডাক্তার তাকে ভর্তি করে নেন। হাসপাতালের ডাক্তার কাজল কান্তি তাকে চিকিৎসা দিয়েছেন।
বিদ্রোহী সাহিত্য পরিষদের উপদেষ্টা আমিরুল ইসলাম রন্টুর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামান, সহ-সভাপতি কাজী রকিবুল ইসলাম, আমির হোসেন মিলন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সহ-সাধারণ সম্পাদক নূরজাহান আরা নীতি, প্রকাশনা সম্পাদক আহমদ রাজু, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক অ্যাড. আহাদ আলী লস্কার, নির্বাহী সদস্য শেখ ইমামুল কবির, আহমেদ মাহাবুব ফারুক, রফিকুল পাশা, আবুল হাসান তুহিন এবং প্রতিষ্ঠাতা সদস্য কবি পদ্মনাভ অধিকারী প্রমূখ।