বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত কামনায় দোয়া 

প্রকাশঃ ২০২৩-০১-১৩ - ২০:২৩

ইউনিক ডেস্ক : দৌলতপুর থানা আ’লীগের সহ-সভাপতি, দৌলতপুর থানা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শেখ ওবায়দুল্লাহ রনো (৭০) এর রুহের মাগফেরাত কামনা করে গতকাল বাদ জুম্মা দৌলতপুর কৃষি কলেজ জামে মসজিদ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স জামে মসজিদ, পৈত্রিক বাড়ী খুলনার ছোট বয়রাস্থ  শেখ আহম্মদ জামে মসজিদে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবন্দ, দৌলতপুর থানা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের উপস্থিত মুসল্লিগণসহ পরিবারের সদস্যবৃন্দ। প্রসঙ্গত, গত ০৮ জানুয়ারী (রবিবার) দুপুর আনুমানিক ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।