রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্রনাথ পাল গুরুত্বর অসুস্থ, সুস্থতা কামনা। সগুনা সামাজিক উন্নয়ন ক্লাবের উপদেষ্টা ও সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নরেন্দ্রনাথ পাল দীর্ঘদিন কন্ঠস্বর জনিত রোগে ভুগছেন। বুধবার ভারতের বারাসাত নারায়নী হাসপাতালে তার গলায় অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে। তার রোগমুক্তি কামনায় বিবৃতি দিয়েছে সগুনা সামাজিক উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে সভাপতি সাংবাদিক অমিত পাল, সাধারন সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক মনজু রানী পাল সহ সকল সদস্যবৃন্দ। অপরদিকে রোগমুক্তি কামনায় সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন বাদশা, সহকারী প্রধান শিক্ষক রেজাউল করীম, প্রশান্ত পাল, অভিজিৎ পাল, মাওঃছরোয়ার হোসেন, রমা রানী পাল, বিথী মজুমদার, জয়ব্রত পাল, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক গাজী আকবর আলী প্রমুখ।