বৃষ্টিতে মোংলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

প্রকাশঃ ২০২০-০৮-২৪ - ১৪:৩৯

জোয়ারের পানিতে তলিয়ে ক্ষতি সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের

মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ কয়েকদিনের টানা বৃষ্টিতে মোংলা পোর্ট পৌরসভার নিন্মাঞ্চলে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ী ও দোকানপাট। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে পৌর শহরের জয়বাংলা, নতুন বাসষ্ট্যান্ড এলাকা, এনিউপাড়া, মুসলিমপাড়া ও খ্রিষ্ট্রান কবরস্থান এলাকাসহ বিভিন্ন জায়গায় গত ১০/১২ দিন ধরে পানি জমে রয়েছে। ফলে পানি উঠেছে বসত ঘর ও রান্না ঘরে। রাস্তাঘাট ঘর বাড়ী পানিতে তলিয়ে থাকায় রান্না খাওয়া ও চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই সকল এলাকার বাসিন্দাদের। এছাড়া নদী ও খালে পাড়ের এলাকাগুলোতে জোয়ারের পানি উঠে সব কিছু তলিয়ে গেছে। দিনের পর দিন পানির মধ্যে বসবাস করতে হচ্ছে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের।
এদিকে পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজল। গত কয়েকদিন ধরে নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে দিন-রাতে দুইবার প্লাবিত হচ্ছে করমজল। ফলে এখানকার কুমির ও কচ্ছপ প্রজনন কেন্দ্রের ক্ষতির আশংকা করছেন বনবিভাগ। বর্তমানে করমজল প্রজনন কেন্দ্রে ৩৬ টি হরিণ, ৩০০ টি বাটাগুর বাস্কা প্রজাতির কচ্ছপ ও ১৯৩ টি লবণ পানি প্রজাতির কুমির রয়েছে। বনের অভ্যন্তরে অতিরিক্ত পানি উঠায় নষ্ট হয়েছে বন্যপ্রাণীর প্রজনন ও আবাসস্থল।