ফুলতলা (খুলনা) প্রতিনিধি// খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেছেন, আগামী দিনে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে কারিগরি শিক্ষা অপরিহার্য। সরকার কারিগরি শিক্ষার গুরুত্ব দিয়ে শিক্ষিত বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবলে পরিনত করছে। মাদকের কুফল থেকে রক্ষা করতে যুব সমাজকে বিভিন্ন কাজে সম্পৃক্ত করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। বর্তমান দেশে শতভাগ বিদ্যুৎ সুবিধা, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্ব্য সেবা দেয়া হচ্ছে। এছাড়াও সকল পর্যায়ে নারীর ক্ষমতায়নও বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে মানুষ গ্রামে বসেই শহরের সকল সুবিধা ভোগ করতে পারছে।
মঙ্গলবার সকালে ফুলতলা উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাই আবিদ। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার রায়ের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন ও ফারজানা ফেরদৌস নিশা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু, সরদার মনিরুল ইসলাম, শেখ আবুল বাশার, ডাঃ উত্তম কুমার দেওয়ান, কৃষি কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব শাহীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, নির্বাচন কর্মকর্তা শেখ জাহিদুর রহমান, বীজ কর্মকর্তা মোঃ আনোয়োর হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, মাসুদ রানা, লিয়াজোঁ অফিসার মোঃ সালাহউদ্দিন, সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস প্রমুখ।