যশোর অফিস : যশোরের বেনাপোলের সাদিপুর এলাকা থেকে ১৭০ বোতল মদ ও ২৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় এ মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজিরি পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক’র নির্দেশনা মোতাবেক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বেনাপোল আইসিপি‘র সুবেদার মো. আব্দুল ওয়াহাব নেতৃত্বে টহল দল অভিযান পরিচালনা করা হয়। এসময় সাদিপুর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১৭০ বোতল মদ এবং ২৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৪ হাজার ২শ টাকা মাত্র। উদ্ধারকৃত মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে।