বেনাপোলঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা জব্দ করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। রোববার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ঘিরা গ্রাম থেকে এ মাদক জব্দ করা হয়।
থানা পুলিশ জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে এসআই রাশেদুজ্জামান এর নেতৃত্বে সীমান্তের ঘিবা দক্ষিণ পাড়া আমান উল্লাহ’র বাগানের সামনে রাস্তায় অভিযান পরিচালনাকালে ২জন মাদক বিক্রেতা ৮ কেজি গাঁজা বস্তাবন্দী অবস্থায় ফেলে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এসময় বেনাপোল পোর্ট থানা পুলিশের আভিযানিক টিম ধাওয়া করলে ধান্যখোলা মাদ্রাসা সংলগ্ন তিন রাস্তার মোড়ে ১টি ছোট বস্তা ভর্তি অবস্থায় ৪ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়। পৃথক দুটি স্থান থেকে সর্বমোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাসেল মিয়া বলেন, পলাতক অজ্ঞাতনামা ২ জন আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।