যশোর: বেনাপোলের দক্ষিণ বারোপোতাগ্রামের পাপরাতলার মোড়ের পাকা রাস্তা উপর থেকে ২শ ১০ বোতল ফেনসিডিলসহ জিয়া সরদারকে আটক করেছে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে রেজাউল ইসলাম পালিয়ে গেছে। আটক জিয়া সরদার পুটখালী গ্রামের মৃত রোস্তম সরদারের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব ৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মো. জিয়াউর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল শুক্রবার রাত ৩ টার দিকে বেনাপোলের বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে জিয়া সরদারকে আটক করে। এসময় তার কাছ থেকে ২শ ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে রেজাউল ইসলাম পালিয়ে যায়। সে বারোপোতা গ্রামের রুহুল আমিনের ছেলে।