বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধ ভাবে ভারত থেকে ফেরার সময় শিশুসহ ১৬ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় জড়িত কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৬জন নারী ও ৩ শিশু রয়েছে। তাদের বাড়ি বরিশাল, খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা খবর পায় ভারত সীমান্ত পার হয়ে বেশ কিছু নারী পুরুষ এপারে এসে বেনাপোলের দৌলতপুর সীমান্তে অবস্থান করছে। পরে বিজিবি সদ্যসরা অভিযান চালিয়ে শিশুসহ ১৬ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।