মোঃ রাসেল ইসলাম, বেনাপোল : দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম সম্প্রসারণ ও পাসপোর্ট যাত্রী যাতায়াতে সুবিধা অসুবিধা দেখতে সরেজমিনে আসে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাই স্বামী৷ বেনাপোল কাস্টমস, ইমিগ্রেশন পেট্রাপোল চেকপোস্ট পরিদর্শন করেছেন তিনি।
ভারতীয় হাইকমিশনার বেনাপোলে পৌঁছালে তাকে পৃথক পৃথক ভাবে ফুল দিয়ে অভ্যর্থনা জানান কাস্টমস কর্মকর্তা ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।
ভারতীয় হাই কমিশনারের সফর সঙ্গী ছিলেন, ভারতীয় সহকারী হাই কমিশনার আর কে রায়না ও ভারতীয় হাইকমিশনারের সহধর্মিনী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, বন্দর উপ-পরিচালক আব্দুল জলিল, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, বেনাপোল থানার ওসি মামুন খান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজল প্রমুখ।