পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ব্রেইন টিউমারে আক্রান্ত দেড় বছরের শিশু পুত্রের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী সহ সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন শিশু পুত্র আবু হুরাইরা জীম এর পরিবার। জীম পৌরসভার ১ নং ওয়ার্ড গোপালপুর গ্রামের দিনমজুর যুবলীগকর্মী বনী আমিন গোলদারের ছেলে। পিতা বনী আমিন জানান, আমার পুত্র জীম জন্ম থেকেই ব্রেইন টিউমারে আক্রান্ত। গত ৬ মাস আগে পরীক্ষা-নিরিক্ষার পর মরণব্যাধি এ রোগটি ধরা পড়ে। ইতোমধ্যে দেশের বিভিন্ন নামীদামী ডাক্তার দেখানো হয়েছে। কিন্তু এতে সে সুস্থ্য না হওয়ায় অবশেষে অধ্যাপক ডাঃ শেখ মোহাম্মদ শহীদ উল্লাহ’র সহযোগিতায় তাকে ঢাকার ন্যাশনাল নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করি। গত ১০ ডিসেম্বর থেকে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত সময়ের মধ্যে অপারেশনের কথা বলেছেন। অপারেশন করতে প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন। যা আমার মত দিনমজুরের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। শিশু পুত্র জীমের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সমাজের বিত্তবান, স্বহৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার। পার্সোনাল ০১৯১৫-৫৬৩৭৭৮ নং বিকাশ নম্বরে সাহায্য পাঠানোর জন্য আবেদন করেছেন জীমের পরিবার।